প্রথাগত ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের বদলে একটি সামষ্টিক প্রচেষ্টা সমৃদ্ধি কর্মসূচির প্রধান বৈশিষ্ট্য। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে কাউকে বাদ দিয়ে নয়, সকলকে অন্তর্ভুক্ত করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে। শুধু আর্থিক কর্মকা- ও সেবা নয় বরং দারিদ্র্য নিরসনে বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড ধারণ ও বাস্তবায়ন করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত উন্নয়ন মেলায় পিকেএসএফ-এর সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মানবমর্যাদা প্রতিষ্ঠা বিষয়ে সেমিনারে একথা বলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, দারিদ্র্য নিরসনের জন্য আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণসহ নানাবিধ অনুষঙ্গকে একত্রিত করে একটি সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির প্রশংসা করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বিশেষ অতিথি ছিলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোঃ মুসলিম চৌধুরী।
আরও পড়ুন : সরকারের চলতি মেয়াদের মধ্যেই দারিদ্র্যের হার ১৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে : প্রধানমন্ত্রী
সেমিনারে স্টাবলিশিং হিউম্যান ডিগনিটি থ্রো ইনরিচ প্রোগ্রাম অব পিকেএসএফ শীর্ষক প্রথম প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন। সমৃদ্ধি কর্মসূচির ওপর দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান।
মূল আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ বাকী খলীলী পিকেএসএফ-এর সমৃদ্ধি কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় এ কর্মসূচির অবদান গুরত্বের সাথে তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি, মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোঃ মুসলিম চৌধুরী বলেন, সমৃদ্ধি কর্মসূচি এক বিশাল কর্মযজ্ঞ। এর সফলতা মুগ্ধ হবার মতো। তিনি সহযোগী সংস্থাসমূহের আরো সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেন।
সেমিনারের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ পিকেএসএফ-এর সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন দিক ও বৈচিত্র্য নিয়ে আলোকপাত করেন। তিনি জানান, এ পর্যন্ত ১২ কোটি ৬১ লাখ পরিবারের প্রায় ৫৯ লক্ষ জনগোষ্ঠীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা