আজ ৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ শুরু হয়েছে। একই সাথে রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীও পালিত হচ্ছে।
গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: শরিফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও রেলওয়ে সেবা সপ্তাহ পালন করা হবে। সেবা সপ্তাহটি ১১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী এবং রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১০টি টাস্কফোর্স ট্রেনের সময় সূচি, প্লাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা, যাত্রীদের সাথে সৌজন্যমূলক আচরণ এবং দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা সপ্তাহ উপলক্ষে রেলওয়ের হাসপাতালসংলগ্ন স্টেশনগুলোতে যাত্রীদের জন্য চিকিৎসাসেবা দেয়া হবে। প্রাথমিক চিকিৎসা হিসেবে যাত্রীদের ব্লাড প্রেসার এবং ডায়বেটিস চেক করা হবে।
সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশি কার্যক্রম জোরদার থাকবে এবং যাত্রীসেবা নিশ্চিতে বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেবা সপ্তাহে টাস্কফোর্সের কর্মকর্তারা টিকিট কালোবাজারি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা