অনলাইন ডেস্ক
রাজবাড়ী বালিয়াকান্দির মাছবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হয়ে যাওয়া ১০ টি ল্যাপটপের ৯টি উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। ল্যাপটপগুলো চুরির দায়ে ওই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ৩ ছাত্রকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাতে মাছবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে ১০টি ল্যাপটপ চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ওই স্কুলেরই সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি ল্যাপটপ উদ্ধার করা হয়। বাকি একটি ল্যাপটপ উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে ৩ জনই চুরির কথা স্বীকার করেছে। তাদের আগামীকাল সকালে আদালতে সোপর্দ করা হবে।
আরোও পড়তে পারেন : হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী খেজুরের রস