অনলাইন ডেস্ক
এর আগে ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ধাপে ব্যাপক নির্বাচনি সহিংসতাসহ হতাহতের ঘটনা ঘটে। এ ধাপের ভোটেও রয়েছে শঙ্কা। যদিও নির্বাচন কমিশন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল রোববার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘সপ্তম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২৯ ডিসেম্বর। ১৩৮টি ইউপির মধ্যে মাত্র নয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।’
এস এম আসাদুজ্জামান আরও বলেন, ‘এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’
নির্বাচন কমিশনার কবিতা খানম রোববার এনটিভি অনলাইনকে বলেন, ‘ভোটারদের বলব, নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে। ভোট নির্বিঘ্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। পরিস্থিতি ঠিক রাখতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ভোটের মাঠে নেমে পড়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে।’
ইসির নির্বাচন কমিশন শাখা জানায়, এ ধাপে পাঁচ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এ ছাড়া সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।
ইউপি নির্বাচনের এ ধাপে মোট ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাঁদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন এবং নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিন জন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা