এবার মায়েদের মতো বাবারাও সমান ছুটি ও বেতন পাবেন ফিনল্যান্ডে। সন্তান জন্ম নিলেই বেতনসহ ৭ মাসের ছুটি পাবেন নতুন মা ও বাবা। বুধবার দেশটির নবনির্বাচিত সরকার এ ঘোষণা করে।
চলতি নিয়মে দেশটিতে মায়েরা যারা চাকরি করেন, সন্তান জন্মের পর তারা ৭ মাসের বেতনসহ ছুটি পান। তবে বাবাদের জন্য ছুটির পরিমান কম ছিল। তারা বেতনসহ ৪ সপ্তাহের ছুটি ভোগ করতে পারতেন। নতুন নিয়ম বাস্তবায়ন হলে বাবা-মা উভয়েই ৭ মাসের বেতনসহ ছুটি পাবেন।
ফিনল্যান্ডের স্বাস্থ্য ও সমাজনীতি মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেন, ‘সরকারের গৃহীত এই পদক্ষেপ দেশটিতে ‘আমূল সংস্কার’ ও পরিবারগুলোতে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে। এই নীতি বাবা-মায়েদের মধ্যে সমতা আনবে।’
পার্লার নয়, বাড়িতে বসেই করুন জেল ম্যানিকিওর
দেশটিতে নতুন এই নীতি পরিবর্তনও আনতে পারে বলে আশাবাদী তারুণ্যনির্ভর সরকারের। পেকোনেন বলেন, ‘এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে। নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও কমবে।’
উল্লেখ্য, ২০১০ সাল থেকে পরবর্তী আট বছরের মধ্যে শিশু জন্মের হার পাঁচগুণ কমে গিয়েছিল দেশটিতে।
৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭।
ফিনল্যান্ডের পাঁচটি রাজনৈতিক দলের চারটির নেতৃত্বেই রয়েছেন নারীরা। যাদের বয়স ৩৫ বছরের কম।
আর দেশটির ক্ষমতায় রয়েছে বামপন্থী জোটের দলগুলো।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা