অনলাইন ডেস্ক
স্থানীয়রা জানান, হরিরামপুরের আন্ধারমানিক এলাকার মৃত ননী গোপাল রায়ের ছেলে অমল রায় (৪৮) আজ সকাল সাড়ে ৬টায় মারা যান। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কাঁদতে কাঁদতে সকাল সাড়ে সাতটার দিকে মায়ের মৃত্যু হয়। এতে মৃত অমল রায়ের ভাই বিমল রায়ের স্ত্রী শোকে অজ্ঞান হয়ে যায়। তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আব্দুল আজিজ নামে এক প্রতিবেশী বলেন, অমল রায় ওরফে হাম্বু ও তার ভাই বিমল রায়ের লেছড়াগঞ্জ বাজারে সাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে। অমল রায় ক্যানসারের রোগী ছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার ইমদাদুল হক শাহিন জানান, ছেলের মৃত্যু শোক সইতে না পেরে সম্ভবত স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অমল রায়ের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা