সংসদ সদস্য অ্যারোমা দত্ত’র মা এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি ঘটক (দত্ত) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
অ্যারোমা দত্ত জানান, নিউমোনিয়ায় আক্রান্ত প্রতীতি দেবীকে মঙ্গলবার অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার জ্ঞান আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মা রবিবার (১২ জানুয়ারী) রাত ৮ টা ৪০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি জানান, সোমবার (১৩ জানুয়ারি) মার শেষ ইচ্ছানুসারে তার দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে দান করা হবে । তিনি যারা তার মাকে শেষ শ্রদ্ধা জানাতে আগ্রহী তাদের সকাল ১০টায় তাকে সেঞ্চুরী টাওয়ার কমপ্লেক্স, ১৯০/১ বড় মগবাজারের বাসায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রতীতি ঘটকের বড় ভাই সাহিত্যিক মণীশ ঘটক। তার বড় ভাইয়ের কন্যা কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। আজন্ম সংস্কৃতিমনা এই গুণীব্যক্তিত্ব্য আজীবন বাংলা ভাষা, সংস্কৃতির চর্চা করেছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন।
তিনি ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধূ ছিলেন। তার স্বামী সঞ্জীব দত্ত। তার এক পুত্র রাহুল দত্ত এবং কন্যা এ্যারোমা দত্ত।
তার চোখের সামনে ১৯৭১ সালের ২৯ মার্চ কুমিল্লার নিজ বাসভবন থেকে পাক হানাদার বাহিনী শ্বশুর ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছোট ছেলে দীলিপ কুমার দত্তকে ধরে নিয়ে যায়।
মৃত্যুকালে তিনি তার অসংখ্য শুভানুধ্যায়ীদের রেখে গেছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা