সরকার মো. আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদুত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বর্তমানে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রদূত হচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
সরকার মো. আবু জাফর ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর বিদেশ বিষয়ক ক্যাডারে যোগদান করেন।
কূটনৈতিক পেশায় তিনি হেগ, করাচী, লসএঞ্জেলস, দুবাই-এ বাংলাদেশ মিশন এবং হেডকোয়ার্টার্সের বিভিন্ন শাখাসমূহে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন।
জাফর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে বিএসসি (সম্মান) এবং যুক্তরাষ্ট্রের প্রিস্টন বিশ্ববিদ্যালয় (বিদেশি ক্যাম্পাস) থেকে ব্যাংকিং ইন ফিন্যান্সে-এ এমবিএ ডিগ্রী অর্জন করেন, পাশাপাশি তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন।
বৈবাহিক জীবনে তিনি দুই সন্তানের জনক।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা