সারা বিশ্বে প্রায় ৬০০০ রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন রোগী সংযুক্ত আরব আমিরাতে পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্খা (হু) এই রোগীর খবর নিশ্চিত করেছে। হু বলছে, বিশ্বের এখন সতর্ক হওয়া প্রয়োজন। চীনের উহান থেকে যাওয়া চার সদস্যের একটি পরিবারের এক সদস্যের মধ্যে এই ভাইরাস পাওয়া গেছে। বর্তমানে বিশ্বের ১৫টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রােগী পাওয়া গেছে। ইউএন নিউজ।
হু’র মহাপরিচালক টেড্রস ঘিব্রেয়েস নিশ্চিত করেছেন ৬৮ জন নভেল করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি চীনের বাইরে পাওয়া গেছে। যা মোট রোগীর ১ শতাংশ। নর্থ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যাচ্ছে।
বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে হু’র হেল্থ ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান বলেন, বিশ্বের এখন করোনা প্রতিরোধে সতর্ক হওয়া প্রয়োজন। সারা পৃথিবীর এখন যেকোন মুহুর্তে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মানুষের মাধ্যমে করোনা ভাইরাস চীনের বাইরে ছড়িয়ে পড়ার বিষয়টি গভীর উদ্বেগের বিষয় বলে সতর্ক করেন তিনি।
বুধবার চীন জানিয়েছে, ৯ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩২ জন। ৯২৩৯ জন এখন আক্রান্ত রোগী রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা