অনলাইন ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ডা. দিপু মনি বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা দিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।
এর আগে গত ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২২ সালের এসএসসি ও এইচএসসির জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হবে। বর্তমান পরিস্থিতি যদি খারাপের দিকে না যায়, তাহলে আমরা সেই সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝিতে এসএসসি এবং তার পরপরই এইচএসসি পরীক্ষা নেবো। সে জন্য এখন থেকে তারা প্রতিদিনই ক্লাস করবে। জানুয়ারি-ফেব্রুয়ারি যাওয়ার পর সিদ্ধান্ত নেবো, যে নৈর্বাচনিক বিষয়ে না সংক্ষিপ্তভাবে পরীক্ষা নেবো।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা