অনলাইন ডেস্ক
আমদানির জন্য অর্থের অভাবে শ্রীলঙ্কায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য এবং ওষুধের সংকট দেখা দিয়েছে। দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ভারত ও চীনের মতো দেশগুলোর কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে। ২০২৫ সালে শ্রীলঙ্কার পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে রাজাপাকসে তার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন এবং সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। ২২৫ আসনের সংসদে ৪১ জন আইনপ্রণেতা ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে স্বতন্ত্র বলে ঘোষণা দেন। সরকার বলছে, ওই আইনপ্রণেতারা জোট থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
১৬ জন আইনপ্রণেতার তিনটি দল সাংবাদিকদের বলেন, তারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে দেখা করেছেন এবং মঙ্গলবার আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাথিকা হেলা উরুমায়া পার্টির প্রধান উদয় গাম্মানপিলা বলেছেন, আমাদের প্রস্তাব হচ্ছে, সকল দলের অংশগ্রহণে একটি কমিটি গঠন করা। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী নিয়োগ করা হলে সর্বদলীয় ওই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
এর আগে, রোববার তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) জানিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষেকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে বিরোধী সদস্যরা অনাস্থা প্রস্তাব আনলে তাদের দল সমর্থন জানাবে। ১৪ জন আইনপ্রণেতা নিয়ে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি) জানায়, স্বতন্ত্ররা ঐক্যমতে আসার জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। যেহেতু সরকার আগামী সপ্তাহে আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে।
এসএলএফপির মহাসচিব দয়াসিরি জয়সেকেরা বলেন, আইএমএফের সঙ্গে আলোচনার জন্য একটি স্থিতিশীল সরকার প্রয়োজন, যা স্পষ্ট নীতি বাস্তবায়নে সক্ষম হবে। অর্থনীতি মেরামত এবং জনগণকে স্বস্তি দিতে এটি করা প্রয়োজন। রাজাপাকসে পরিবার ও সরকারের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে বিক্ষোভ করছে শ্রীলঙ্কানরা। প্রেসিডেন্ট ইতোমধ্যে তার ভাই বাসিল রাজাপাকসেকে অর্থমন্ত্রীর পদ থেকে বাদ দিয়েছেন। এছাড়া তার ভাগ্নে গত সোমবার মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
জরুরি জিনিসপত্র সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য দেশটির সরকার এখন আগামী ছয় মাসে প্রায় ৩ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা খুঁজছে। সূত্র : রয়টার্স।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা