অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সে সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে তারা কখনও দেশকে গণতন্ত্র দিতে পারেনা। এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির মাধ্যমে দেশের কোনো উন্নতি হয়নি, তাদের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি।
প্রধানমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া সরকারের লক্ষ্য ছিল দুর্নীতি, হত্যা, জঙ্গিবাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকা। ৯১ সালে খালেদা জিয়া সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে জামায়াতের হাত ধরে আসে ক্ষমতায় আসে। ১৯৯৬ সালে যে নির্বাচন করলো সেখানে কোন দল অংশ নেয়নি। পরে ১২ জুন নির্বাচনে হেরে যায় তারা। তারপর আবরও ক্ষমতায় টিকে থাকার জন্য চক্রান্ত করে ২০০১ এ আওয়ামী লীগকে হারানো হয়েছে। এই দলটির দুর্নীতি ও অপকর্মের কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়।
১৯৯৬ এবং ২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ দেশকে ইতিহাস বিকৃতি ও ধ্বংসের রাজনীতি থেকে মুক্ত করেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা