অনলাইন ডেস্ক
করোনার সংক্রমণরোধে কঠোর বিধি-নিষেধ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে মাঠে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ধাপে বিধি-নিষেধের ষষ্ঠদিনে দেশজুড়ে সর্বমোট ২৩৩ জনকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৭ জুলাই) দেশজুড়ে পরিচালিত র্যাবের ২৪ ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী মাঠে রয়েছে র্যাব। বিধি-নিষেধ কার্যকর করতে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
এদিন, বিধি-নিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র্যাবের ১৮৫ টি টহল ও ১৮৯টি চেকপোস্ট পরিচালনা করা হয়। অপ্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। বিধি-নিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ২৪টি ভ্রাম্যমাণ আদালতে ২৩৩ জনকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করে র্যাব।