আভাসের মানুষ-১ এবং Avash গান প্রকাশের পর, তাদের তৃতীয় মৌলিক একক গান ‘বাস্তব’ ২৩শে ফেব্রুয়ারী রাত ৭টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। পূর্ব প্রকাশিত মানুষ-১ এবং আভাস এর মতই “বাস্তব” গানটির মিউজিক ভিডিও তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। “বাস্তব” গানটির কথা ও সুর করেছেন তানজীর তুহিন। মিউজিক এবং কম্পোজিশন করেছে ” আভাস”।
কন্টেন্ট প্রোডাকশন কোম্পানি ‘প্ল্যাটফর্ম’ এর আয়োজনে ঢাকার কাওরান বাজারে প্ল্যাটফর্ম রুফটপ এক্সিবিশন সেন্টার – এ “আভাস” ব্যান্ড এর এই তৃতীয় মিউজিক ভিডিও ‘বাস্তব’ আনুষ্ঠানিকভাবে রিলিজ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রিন্স মাহমুদ এবং তানভীর আলম সজীব।এছাড়াও প্লাটফর্মের সার্বিক তত্ত্বাবধানে ‘লিরিকের খোঁজে’ একমাসব্যাপী ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে সারা বাংলা ভাষাভাষীদের কাছ থেকে নেয়া লিরিক থেকে গান করবে ‘আভাস’।
নতুন প্রজন্মের লেখার প্রতিভা এবং তাদের কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করার প্রচেষ্টায় নিয়ে কাজ করার জন্যই এই পদক্ষেপ নেয়া প্ল্যাটফর্ম এবং ‘আভাস’ – এর যাতে করে সবাই আরও উদ্বুদ্ধ হয় সৃজনশীল কথা, লেখা আর সঙ্গীতচর্চায়। পরবর্তীতে এই ‘লিরিকের খোঁজে’ ক্যাম্পেইনের বিচারকবৃন্দ জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ, তানভীর আলম সজীব এবং জনসাধারণের ভোটের মাধ্যমে সেরা ১০টি লিরিক নিয়ে নতুন অ্যালবামের কাজ শুরু করবে ‘আভাস’।এই নতুন ১০টি গানকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম তৈরি করবে অ্যানিমেশন মিউজিক ভিডিও। ‘আভাস’ এর ‘বাস্তব’ গানটির অডিও সংস্করণ জিপি মিউজিক, বাংলালিংক ভাইব সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, আমাজান মিউজিক, গুগলপ্লে, আইটিউন স্টোর, গানা, সাভান,স্পটিফাই, ডিজার এ পাওয়া যাচ্ছে।
আভাস ব্যান্ডের সদস্যরা হচ্ছেন – শাওন কাইয়ূম (কী-বোর্ড), রিঙ্কু ইমাম (ড্রামস), (ভোকাল), রাজু শেখ (বেইজ), মনজুরুল সুমন (গীটার), তানজীর তুহিন।
ফেসবুক পেইজ : www.facebook.com/platform.com.bd/ ইউটিউব চ্যানেল : www.youtube.com/avash
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা