অনলাইন ডেস্ক
সামনে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ট্যুরকে সামনে রেখে সব ফরম্যাটের ৫৫ ক্রিকেটারকে অনুশীলনের অনুমতি দেয় ইংল্যান্ড। যদিও তার আগেই অনুশীলনে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। এবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রী নাথী ম্যাথথার সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পেশাদার ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছেন।
এ প্রসঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফল বলেন, ‘এটা আমরা ক্রিকেট পরিচালনার জন্য বড় একটি উৎসাহ হিসাবে দেখছি।
অনুশীলনের অনুমতি দিলেও কাউকে এজন্য জোর করা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী। এবার তৃতীয় দল হিসেবে অনুশীলনে নামতে যাচ্ছে শ্রীলংকা। সবকিছু ঠিক থাকলে ১ জুন (সোমবার) থেকে অনুশীলন শুরু হবে লঙ্কানদের। এরই মধ্যে বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৩জন ক্রিকেটার নিয়ে টানা ১২ দিন চলবে এই অনুশীলন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা