অনলাইন ডেস্ক
৬ উইকেট হাতে রেখে ৫ রানের লিড নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৯১ রানে করুণারত্নে আর ১৮ রানে নিরোশান ডিকবেলা অপরাজিত ছিলেন। ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিটা বড় হয়নি। করুণারত্নে ১২৩ বলে ১৯ চারে দশম সেঞ্চুরি উদযাপনের পর আর মাত্র পাঁচ বল টিকে ছিলেন ক্রিজে। আনরিখ নর্টিয়ে তাকে উইয়ান মুলডারের ক্যাচ বানান। ১০৩ রান করেন লঙ্কান অধিনায়ক। ডিকবেলার সঙ্গে করুণারত্নের জুটি ছিল ৬৯ রানের।
এই ধাক্কায় হুড়মুড় করে ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। ডিকবেলা (৩৬) মাঠ ছাড়েন লুঙ্গি এনগিদির শিকার হয়ে। ৩ ব্যাটসম্যানকে ফিরিয়ে লোয়ার অর্ডারে ধস নামান লুথো সিম্পালা। শ্রীলঙ্কা তাদের শেষ ৬ উইকেট হারায় ৩৫ রানে। লাঞ্চের আগেই ২১১ রানে গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
এনগিদি চার উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার। সিম্পালা নেন ৩ উইকেট।
লক্ষ্যে নেমে ২৪ রান স্কোরবোর্ডে যোগ করে লাঞ্চে যায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম ও ডিন এলগারের ওপেনিং জুটি শেষ পর্যন্ত খেলে গেছেন। ৬৭ রানের জুটি গড়েন তারা। মারক্রাম ৩৬ আর এলগার ৩১ রানে অপরাজিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা