অনলাইন ডেস্ক
টসে হেরে আগে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে পড়ে লঙ্কান ব্যাটাররা। ওপেনিং জুটি ভাঙে মাত্র ১৭ রানে। ২.১ ওভারের সময় দানুস্কা জুনাথিলাকাকে ৯ রানে ফেরান কেইন রিচার্ডসন। একই ওভারের পঞ্চম বলে চারিথা আসিলাঙ্কাকে ৬ রানে ফেরান সাজঘরে।
চার নম্বরে ব্যাট করতে নামা কুসল মেন্ডিস ৪ করে কট এন্ড বোল্ড হন অ্যাস্টন অ্যাগারের বলে। ওপেনার পাথুম নিসাঙ্কা ১৬ রান করে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ দিয়ে।
দলের বিপাকে ৪৭ রানের জুটি বাঁধেন দীনেশ চান্ডিমাল ও দাসুন সানাকা। রিচার্ডসনের বলে বোল্ড হয়ে জুটি ভাঙে ২৫ (২৯) রান করা চান্ডিমালের বিদায়ে। সানাকা অপরাজিত থেকে যান ৩৯ (৩৮) রানে। এছাড়া চামিকা করুনারত্নে ৮ ও ৫ রান করেন দুসমন্থ চামিরা।
অজিদের পক্ষে ৩ উইকেট নেন কেইন রিচার্ডসন। ১ উইকেট করে নেন জস হ্যাজেলউড, অ্যাস্টন অ্যাগার ও গ্লেন ম্যাক্সওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মানেষ থেকসেনার বলে স্লিপে থাকা আসালাঙ্কার হাতে ক্যাচ দেন বেন ম্যাকডর্মট। এরপর পঞ্চম ওভারের চতুর্থ বলে অ্যাগারকেও ১৩ রানে ফেরান থেকসেনা।
তৃতীয় উইকেট জুটিতে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ বলে আনেন ৫০ রান। ম্যাক্সওয়েল ২৬ বলে ৩৯ রান করে ফেরেন থেকসেনার বলে ক্যাচ দিয়ে।
ফিঞ্চকে ৩৫ (৩৬) রানে ফেরান জেফ্রে ভান্দারসে। এরপর আর কোনও উইকেট হারাতে হয়নি অজিদের। মার্কুস স্টয়নিস ও জস ইংলিসের ২২ রানের জুটিতে জয় পায় স্বাগতিকরা। ইংলিস ২১ (১৮) ও স্টয়নিস ১২ (৮) রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
লঙ্কানদের পক্ষে ৩ উইকেট নেন থেকসেনা। ১ উইকেট নেন দাসুন সানাকা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা