অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ক্রিকেটে লখনৌতে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপ ক্রিকেটে এটি দু’দলেরই চতুর্থ ম্যাচ।
আজ (শনিবার) ভারতের একানা স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা ১১টায়।
নিজেদের প্রথম তিন খেলার সবক’টিতেই হেরেছে শ্রীলঙ্কা। টানা তিন খেলায় পরাজয়ের ব্যর্থতা ভুলে নতুন উদ্যামে শুরু করতে চায় শ্রীলঙ্কা দল। অন্যদিকে, তিন খেলার দু’টি হারলেও, একটি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস। শেষ খেলায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস দলের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ।
আরোও পড়তে পারেন : রেল ক্রসিংয়ে নেই গেটম্যান, ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ