অনলাইন ডেস্ক
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে পালিত হচ্ছে এবারের মে দিবস।
এদিন বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শ্রমিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
রাজধানীর পল্টন মোড়, নয়াপল্টন ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় মে দিবসের শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে যে শ্রমনীতি রয়েছে তা পরিবর্তন করতে হবে। শ্রমিকদের পেনশনের আওতায় আনার দাবি জানান তারা। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবিও জানান।
জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়ে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বক্তারা।
রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলা-উপজেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানানো হয় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা