সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে অপ্রাতিষ্ঠানিক খাতের লক্ষ লক্ষ শ্রমিককে রক্ষায় বিশেষ তহবিল গঠন এবং শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রবিবার (২৯ মার্চ) গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাধ্যতামূলক ছুটি ঘোষণা করা হয়েছে, প্রত্যেককে ঘরে থাকার আহবান জানানো হয়েছে। কিন্তু লক্ষ লক্ষ অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা দিন এনে দিন খায়, উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের দিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।
এই শ্রমিকদের রক্ষায় কার্যকর উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন অবিলম্বে দিনমজুর শ্রমিক পরিবারদের জন্য বিনামূল্যে খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহ নিশ্চিত করা না হলে শুধু বুঝিয়ে বা ভয় দেখিয়ে এই মানুষগুলিকে ঘরে আটকে রাখা যাবেনা। আর পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না গেলে তা শ্রমিকদের আরও বেশী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবে।
নেতৃবৃন্দ বাজেটের অনুৎপাদনশীল ব্যায় সমুহ সংকুচিত করে পরবর্তী ৬ মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তহবিল গঠনের আহবান জানান।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা