অনলাইন ডেস্ক
করোনা কত কিছু না দেখাল ক্রিকেটকে! আরেকটু হলে বোধ হয় কোচ রাহুল দ্রাবিড়কেই ব্যাটিংয়ে নেমে যেতে হতো। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানের কোটা পূরণ করতেই যে ঘাম ঝরল ভারতের!
ক্রুনাল পান্ডিয়া হঠাৎ করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের ম্যাচটি পিছিয়ে আনা হয় বুধবারে। কিন্তু ভারত একাদশ সাজাবে কী করে? ক্রুনালের সংস্পর্শে আসা আরও আটজনকে যে আইসোলেশনে পাঠানো হয়েছে।
সবমিলিয়ে স্কোয়াডে বাকিই ছিল ১১ জন সদস্য। এর মধ্যে চারজনের টি-টোয়েন্টি অভিষেক করতে হলো। পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে হলো ভারতকে, ছয় নম্বরেই ব্যাটসম্যান কোটায় পেসার ভুবনেশ্বর কুমার!
৩৪ বলে ৪০ রান করে দলের জয়ে নায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ১৩৩ রানের সহজ লক্ষ্যে নেমে শুরুতেই আভিস্কা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। ভুবনেশ্বর কুমারের বলে দলের ১২ রানে রাহুল চাহারের বুদ্ধিদীপ্ত ক্যাচে পরিণত হন তিনি।আরেক ওপেনার মিনোদ ভানুকা একাই টানছিলেন। তাকে সঙ্গ দিতে পারেননি সাদেরা সামারাবিক্রমা। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যান তিনি। অধিনায়ক দাসুন শানাকা নিজেকে উপরে তুলে রান পাননি। কুলদীপ যাদবের টার্নে পরাস্ত হয়ে স্টাম্পিং হয়ে ফেরেন মাত্র ৩ রান করে।
থিতু ভানুকাও কুলদীপের শিকার হলে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। রানের চাপও তখন বেশ বেড়ে গিয়েছিল। ছয়ে নেমে সেই চাপ কমাতে শুরু করেন ভানিন্দু হাসারাঙ্গা। আরেক পাশে আস্থার সঙ্গে টিকে থেকে ভরসা যোগান ধনঞ্জয়া। হাসারাঙ্গা ১১ বলে ১৫ করে ফিরে গেলেও চামিকা করুনারত্নেকে নিয়ে কাজ সারেন ধনঞ্জয়া। ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ২ বল আগেই শেষ হয় ম্যাচ।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে ভালো শুরু পেয়েছিল ভারত। অভিষিক্ত ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে পাওয়ার প্লে কাজে লাগান অধিনায়ক শেখর ধাওয়ান। কিন্তু এরপরই বদলে যায় খেলা। ১৮ বলে ২১ করে ফেরেন গায়কোয়াড়। দেবদূত পাড়িকাল ২৩ বলে ২৯ করলেও ধাওয়ান ছিলেন মন্থর। ৪২ বলে ৪০ করে ধাওয়ানের ফিরে যাওয়ার পর সঞ্জু স্যামসনও রান রান পাননি। মাত্র ৫ ব্যাটসম্যান থাকায় শেষটাও আর রাঙানো হয়নি ভারতের। নিতিশ রানে শেষ ওভারে আউট হলেও খুব বেশি বল খেলার সুযোগ পাননি। ফলে অল্প পুঁজিই সঙ্গী হয় ভারতের এই তরুণ দলটির।
ভারত: ২০ ওভারে ১৩২/৫ (রুতুরাজ ২১, ধাওয়ান ৪০, পাডিক্কেল ২৯, স্যামসন ৭, নিতিশ ৯, ভুবনেশ্বর ১৩*, সাইনি ১*; চামিরা ৪-০-২৩-১, চামিকা ১-০-৬-০, আকিলা ৪-০-২৯-২, উদানা ১-০-৭-০, হাসারাঙ্গা ৪-০-৩০-১, শানাকা ২-০-১৪-১, রমেশ ২-০-৯-০, ধনাঞ্জয়া ২-০-১৩-০)।
শ্রীলঙ্কা: ১৯.৪ ওভারে ১৩৩/৬ (আভিশকা ১১, মিনোদ ৩৬, সামারাবিক্রমা ৮, শানাকা ৩, ধনাঞ্জয়া ৪০*, হাসারাঙ্গা ১৫, রমেশ ২, চামিকা ১২*; ভুবনেশ্বর ৪-০-২১-১, সাকারিয়া ৩.৪-০-৩৪-১, বরুণ ৪-০-১৮-১, চাহার ৪-০-২৭-১, কুলদিপ ৪-০-৩০-২)।
ম্যান অব দ্য ম্যাচ: ধনাঞ্জয়া ডি সলভা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা