অনলাইন ডেস্ক
কক্সবাজার ও রাজধানীর বসুন্ধরা সিটির পর শুক্রবার আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফিটি প্রদর্শনীর জন্য আনা হয় মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে অনেকটাই নীরব আর অনাড়ম্বরপূর্ণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ট্র্রুরের শেষ দিন।
শুক্রবার সকালে ট্রফির সঙ্গে ফটেসেশনে দেখা যায়নি কোনো ক্রিকেটার বা ক্রীড়া সংগঠককে। ছিলেন না বর্তমান কিংবা সাবেক পুরুষ ও নারী ক্রিকেটারদের কেউই। ক্রিকেট বোর্ডের কর্তাদের বেশিরভাগই ছিলেন অনুপস্থিত।
ট্রফির সাথে ছবি তুলতে দেখা যায় সদ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটার কালাম সিদ্দিকিকে। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশের হয়ে এই ট্রফি জিততে চান।
দুপুরে বিসিবির মিডিয়া সেন্টার থেকে সরানো হয় ট্রফিটি। আয়োজকরা জানান, বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ তারা।
চারদিনের সফর শেষে রাতেই দক্ষিণ আফ্রিকায় নেওয়া হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ভ্রমণ শেষে আগামী ১৫ জানুয়ারি ট্রফিটি ভারতে পৌঁছাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা