অনলাইন ডেস্ক
টাঙ্গাইল জেলায় প্রায় ৪৪ লক্ষ মানুষের বসবাস। বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পাশে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ করা হয়। গত বছর হাসপাতালে মেডিসিন বিভাগ চালু করা হয়। কিন্তু চিকিৎসক, নার্সসহ জনবল সংকটের কারণে এখনও অন্য বিভাগগুলো চালু করা সম্ভব হয়নি। এতে করে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে জেলাবাসী। তারা শিগগিরই অন্যান্য বিভাগগুলো চালু করার দাবি জানিয়েছেন।
এদিকে অযতœ আর অবহেলায় টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কোটি কোটি টাকার যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এনিয়ে কারোই কোন মাথাব্যথা নেই বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে, চাহিদা অনুযায়ী জনবল চেয়ে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও তা সারা মেলেনি বলে জানান শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন সিনিয়র স্টাফ নার্সেও পদ থাকলেও বিপরীতে রয়েছে মাত্র ৪৩ জন। আর ৮ জন নার্সিং সুপারভাইজার পদের বিপরীতে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা