অনলাইন ডেস্ক
তিনি বলেন, করোনার মধ্যেও দেশের উন্নয়ন থেমে থাকছে না। এ উন্নয়ন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হচ্ছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন প্রমুখ।
শেখ হাসিনা সরকারের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন হয়। কিন্তু অন্যরা ক্ষমতায় গেলে দেশে লুটপাট হয়। লুটপাটের নেতারা আজ দেশের মানুষের কাছে চিহ্নিত হয়ে গেছে। তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছেন। কোনো আন্দোলনে তারা জনগণের সাড়া পাচ্ছেন না।’
মন্ত্রী ওই ইউনিয়নের আধাঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, পূর্ব শিকদার মল্লিকের গণকপাড়া এলাকার ব্রিজ, পাঁচপাড়া বাজারে উন্নয়ন সমাবেশ এবং কদমতলা থেকে পোরগোলা হয়ে শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে পোরগোলা বোর্ড স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা