অনলাইন ডেস্ক
জানা যায়, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পানি তোলার জন্য একটি মাত্র পাম্প আছে। সেটাও গত ১৫ দিনে ধরে বিকল। তাই পানির অভাবে হাসপাতালে রোগী, তাদের স্বজন ও ডাক্তারদের কস্টের শেষ নেই। হাসপাতালে ভর্তি রোগীদের বাইরের খাবার পানি কিনে খেতে হচ্ছে। পানির অভাবে হাসপাতালের শৌচাগারে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এছাড়া হাসপাতালের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার গন্ধে চলাচলেও অসুবিধা হচ্ছে।।
এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে এই গরমে রোগীদের ভোগান্তির শেষ নেই। হাসপাতালে বিদ্যুতের বিকল্প সংযোগ এবং জেনারেটরের ব্যবস্থা না থাকায় হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও রোগীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
পানির পাম্পের সমস্যা নিয়ে স্বাস্থ্য বিভাগকে চিঠি দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এর সমাধান হবে বলে জানালেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: নিয়াজ মোহাম্মদ ।গত বছর নভেম্বর মাসে পানির এই পাম্প চালু করা হয়। মাত্র ৫ মাসেই তা বিকল হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা