অনলাইন ডেস্ক
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে টুর্নামেন্টের সুপার লিগে খেলার কথা ছিল মুশফিক ও মিরাজের। তবে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে তাদের দল মোহামেডান। তাই এবার সাদাকালো শিবিরের বদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মুশফিক ও মিরাজ।
মুশফিক ও মিরাজের খেলা নিয়ে শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ার তানিম বলেন, ‘মোহামেডান যেহেতু সুপার লিগে কোয়ালিফাই করতে পারেনি। তখন আমরা দেখলাম যে মিরাজ ও মুশফিক অ্যাভিলেবল হয়েছে সুপার লিগের অন্য দলে খেলার জন্য। আমরা তাদের প্রস্তাব করেছিলাম এবং মোহামেডান সম্মতি দেওয়াতে আমরা তাদের নিতে পারতেছি। আশা করছি তারা আসাতে আমাদের শিরোপা জয় আরও সহজ হবে। তিনটা জিতলেই আমরা শিরোপা জিতে যাব। আমরা আশা করছি এবার চ্যাম্পিয়নশিপে আমরা ভালো লড়াই করতে পারব।’
ডিপিএলের মাঝপথে এমন দলবদলের নিয়ম আছে কীনা জানতে চাইলে সিসিডিএমের এক সদস্য বলেন, ‘তারা (ক্রিকেটার) এবার যেহেতু কোনো ম্যাচ খেলেননি, চাইলে অন্য টিমের হয়ে সুপার লিগে খেলতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু নিয়মনীতি আছে। যেহেতু তারা এবার একটা টিমের সঙ্গে চুক্তিবদ্ধ, ক্লাব অনুমতি দেবে কিনা সেটা বড় একটা ব্যাপার।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা