১৯ অক্টোবর থেকে শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্র এর মাধ্যমে নির্ধারিত হয়েছে কোন দল কার প্রতিপক্ষ। শুক্রবার, ১১ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্র পর্ব অনুষ্ঠিত হয়েছে। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশ নেওয়া মোট ৮টি ক্লাবের মধ্যে দেশের ক্লাব ৩টি। আর বিদেশী ক্লাব পাঁচটি। দেশী ক্লাবগুলো হচ্ছে – বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড ও আয়োজক চট্টগ্রাম আবাহনী। ৫টি বিদেশী ক্লাব হচ্ছে- ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি। এ এবং বি এই দুই গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে। ‘এ’ গ্রুপে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ হচ্ছে মালদ্বীপের টিসি স্পোর্টস, ভারতের মোহনবাগান এবং লাওসের ইয়াং এলিফ্যান্টস। ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্স আপ ঢাকা আবাহনী এবং টেরেঙ্গানু এফসি ও চেন্নাই সিটি এফসি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা