অনলাইন ডেস্ক
উদ্বোধনী অনুষ্ঠানের আগে পুরনো একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে দেখা যায় হত্যাকাণ্ড নিয়ে মজা করছেন কেন্টারো। তার পরেই বরখাস্ত করা হয় তাঁকে। টোকিয়ো অলিম্পিক্সের প্রধান সেইকো হাসিমতো বলেন, “একটি পুরনো ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একটি দুঃখজনক ঘটনা নিয়ে মজা করছেন কেন্টারো। এর পরেই তাঁকে বরখাস্ত করা হয়।”
ভিডিয়োটি ১৯৯৮ সালের বলে দাবি করা হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কাগজের পুতুল নিয়ে কেন্টারো বলছেন, “মনে করুন এরা হত্যাকাণ্ডের সময়ের।” এর পরেই কেন্টারো এবং তাঁর সঙ্গী ব্যঙ্গ করেন হত্যাকাণ্ডকে বিষয় হিসেবে তুলে ধরার জন্য এক টেলিভিশন প্রযোজক কী ভাবে রেগে গিয়েছিলেন। এই ঘটনা জাপানের অনেককেই অবাক করেছিল।
এত বছরের পুরনো একটা ঘটনাকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়াও অনেকে ভাল ভাবে দেখছেন না। ক্ষমা চেয়ে কেন্টারো বলেন, “১৯৯৮ সালের একটি ভিডিয়োতে আমি যে চিত্রনাট্য লিখেছিলাম তা ভুল ছিল। সেই সময় ভুল ভাবে মানুষকে হাসানোর চেষ্টা করেছিলাম।”
জাপানে খুব পরিচিত মুখ কেন্টারো। তিনি প্রথম ব্যক্তি নন যিনি উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন। এর আগে অনুষ্ঠানের সুরকারও সরে দাঁড়িয়েছেন। সরিয়ে দেওয়া হয়েছে সৃজনশীল পরিচালককেও।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা