সিনিয়র স্টাফ রিপোর্টার
আজ সিনিয়র সাংবাদিক, মুক্তিযুদ্ধের গবেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরীর জন্মদিন। জন্মদিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিয়ে এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়েই কেটেছে বলে লাল সবুজের কথা’কে জানান তিনি।
তিনি ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর তিনি ১৯৭৮ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রামাণিক গ্রন্থ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র প্রণয়নের কাজে যোগদান করেন । এটি ছিল তার জীবনের প্রথম চাকরি। এরপর তিনি সাংবাদিকতা মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশের ইংরেজি সাময়িকী ঢাকা কুরিয়ার, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বিবিসিতে কাজ করেন। পরবর্তীতে তিনি শিক্ষকতায় পেশায় যোগ দেন এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষকতা করছেন।
তার কাজের স্বীকৃতিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮) পেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রামাণিক গ্রন্থ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র প্রণয়নের সময় তিনি এই প্রকল্পে কাজ করেন। এছাড়াও স্বাধীনতা যুদ্ধ নিয়ে ‘তাহাদের কথা’ নামে একটি ভিডিও প্রামাণ্যচিত্র তৈরি করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশ ১৯৭১ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখা), বিশ্বাসঘাতকগণ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখা উপন্যাস), কনভার্সেশন উইথ সোলেমান (কবিতা – ইংরেজিতে প্রকাশিত)।
২০১৭ সালে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে আফসান চৌধুরী বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এছাড়ও একই বছর, ফেসবুকে করা তার আরও একটি মন্তব্যের জন্য তাকে উকিল নোটিশ পাঠানো হয়।
আফসান চৌধুরী নিয়মিতভাবে লালসবুজের কথা’য় তার মূল্যবান মতামত তুলে ধরেন। তার জন্মদিনে লাল সবুজের কথা’র সম্পাদকসহ টিমের সকল সদস্য এবং পাঠকদের পক্ষ থেকে শুভ জন্মদিন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা