অনলাইন ডেস্ক
সৈয়দ অমি ও স্বরলিপির গাওয়া এ গানের কথা ও সুর করেছেন শরিফ আল দীন, মিউজিক করেছেন মুশফিক লিটু এবং গানটির ভিডিও পরিচালনা করেছেন আরএইচ জামান। কামাল খান এই গানের মডেল হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে ‘ভক্ত’ নামে একটি টেলিফিল্মে কাজ করেন। এটি পরিচালনা করেন তারেক শিকদার।
নতুন মিউজিক ভিডিওতে কাজ করার বিষয়ে কামাল খান বলেন, আসলে প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডামের আমি অনেক বড় একজন ভক্ত। মূলত উনার জন্য মিডিয়াতে আসা। আমার প্রথম কাজ মৌসুমী ম্যাডামের সাথে। এরপর একটি শর্টফিল্ম নাম সুপ্ত আগুনে কাজ করা হয়। একটি গান আছে যা ইমরান ও নদীর কণ্ঠে। এটি পরিচালনা করেছেন আরএইচ জামান। তারপর কনা ও সৈয়দ অমির কন্ঠে একটি মিউজিক ভিডিও করা হয়। গান টার নাম আমি যদি পাখি হতাম। আমার সাথে মডেল হিসেবে সুস্মিতা সিনহা কাজ করেন। আর একই পরিচালকের মিউজিক ভিডিও ‘শুধু তোকে চাই’ শিরোনামের গানটি ১১ নভেম্বর রিলিজ হলো। এখানে আমার বিপরীতে রুহি আফরোজ মডেল হিসেবে কাজ করেন। এ নতুন গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা