শুদ্ধি অভিযানকে যেকোনো মূল্যে সফল করতে হবে। বঙ্গবন্ধু কন্যার সৎ সাহস আছে, তিনি নিজের ঘর থেকে এই শুদ্ধি অভিযান শুরু করেছেন।
আমরা তাকে স্যালুট করি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এখন লার্জার দেন পার্টি। তিনি শুধু পরবর্তী নির্বাচনের চিন্তা করে রাজনীতি করেন না। গত ৪৪ বছরের সবচেয়ে সফল কূটনীতিক ও রাজনীতিবিদ তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা আজ সারা দুনিয়ায়। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, চরিত্রহননের ছোরা দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া যায়নি। টুঙ্গিপাড়া আজ তীর্থস্থানে পরিণত হয়েছে। তারা ভেবেছিল টুঙ্গিপাড়ায় দাফন করলে মানুষ তাঁকে ভুলে যাবে। খুনিদের অঙ্কে ভুল ছিল। তা আজ প্রমাণিত হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজদের না বলুন, মাদকসেবীদের না বলুন, চাঁদাবাজদের না বলুন, টেন্ডারবাজদের না বলুন, ভূমিদস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনার শুদ্ধি অভিযান।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে।
সকালে প্রথম অধিবেশনের পর বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা