News Hanger
News Sub Title
গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ জন। এরমধ্যে ঢাকায় নতুন রোগী ৩২ জন, ঢাকার বাইরে ৫৮ জন।
শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা.আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৯৯,৪৫৩ জন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮,৬২৪ জন। তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৬৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ২৭৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ২৮৯ জন।
গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে (ঢাকা শহর ব্যতীত) ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খূলনা বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তবে, সিলেট বিভাগে এই দিনে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।
সাধারণত ডেঙ্গুর সিজন ধরা হয় বর্ষাকাল। কিন্তু এখন ডেঙ্গু বাহক মশার ধরণ বদলে যাবার কারণে সারাবছরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। এই অবস্থার পরিবর্তনে নিজের বাড়িঘর, অফিস, স্কুল-কলেজ, বাজার এসব এলাকা মশামুক্ত রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৬৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে । এরমধ্যে আইইডিসিআর ১৯৩ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
ফেসবুক
আরও পড়ুন : গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০০ জন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা