একুশে পদক, শিল্পকলা পদকসহ অসংখ্য স্বীকৃতি পাওয়া দেশবরেণ্য চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শনিবার (১৯ অক্টোবর) এক শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রয়াত শিল্পী কালিদাস কর্মকারের আত্মার শান্তি কামনা করেন। পাশপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কালিদাস কর্মকার দেশের শিল্প ও সংস্কৃতি চর্চায় যে অবদান রেখেছেন তা অতুলনীয়। তিনি দেশ-বিদেশে একাত্তরটি চিত্র প্রদর্শনী করে অনন্য রেকর্ড করেছেন। ভারত, পোল্যান্ড, ফ্রান্স, জাপান, কোরিয়া ও আমেরিকাতে আধুনিক শিল্পের বিভিন্ন মাধ্যমে ফেলোশিপ নিয়ে সমকালীন চারুকলার নানা পরীক্ষা-নিরীক্ষা করে বিশ্বে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করেছেন। কালিদাস কর্মকার নতুন প্রজন্মের শিল্পীদের সামনে আদর্শ হয়ে থাকবেন। প্রখ্যাত শিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে অনুরুপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা