অনলাইন ডেস্ক
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি সভায় দেওয়া বক্তব্যে আলমগীর বলেন, ‘১৮৪ জন সদস্যকে নাকি আমরা বাদ দিয়েছি। আমার একটা ছোট্ট প্রশ্ন মন দিয়ে শুনবেন। আমরা হলাম উপদেষ্টা। তারা আমাদের নিয়োগ দিয়েছেন। দুই-আড়াইশ শিল্পীর তালিকা নিয়ে এলো তাদের ইন্টারভিউ নিতে। আমরা যখন ইন্টারভিউ নেই তখন একটি হাজিরা কাগজ হয়। সেখানে আমরা সই দিয়েছি। এখন সেই সইটাকে তারা টেম্পারিং করে বলছে- তাদের সই রেখেই আমরা বাদ দিয়েছি।’
সিনিয়র এই অভিনেতা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘উপদেষ্টা পরিষদের কি কাউকে বাদ দেওয়ার অধিকার আছে? এটা হলো কার্যনির্বাহী পরিষদের কাজ। মিথ্যার একটা সীমা থাকা দরকার।’
এ সময় আলমগীর পরীমনির সঙ্গে শিল্পী সমিতি অন্যায় করেছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘শিল্পী সমিতি কী করে পরীমনির সদস্যপদ স্থগিত করলো? এটা হতে পারে না। তখন তারা বলেছে উজ্জ্বল ভাই, পারভেজ ভাই, ফারুক ভাই ও আমার সঙ্গে কথা বলেছে। মিথ্যে কথা। আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। যদি প্রমাণ দিতে পারে আমি ওই প্যানেলকে ভোট দেব। আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে আমাকে কথা দেন- আপনারা এই প্যানেলকে ভোট দেবেন।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা