অনলাইন ডেস্ক
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দৃশ্য দেখা গেছে।সেসময় শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় ছিল।
এদিকে, গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এতে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাক। বাড়তি গাড়ির চাপে ব্যক্তিগত যান ও গণপরিবহণে আসা যাত্রীদের নদীর পারাপারে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ।
অন্যদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ সচল থাকায় ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদি কমে এসেছে। তবে, লঞ্চগুলোতে মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে।
বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের নৌ পরিদর্শক মো. সোলেমান বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে ৮৭টি লঞ্চের মধ্যে ৮২টি চলাচল করছে। রাত ৮টা পর্যন্ত এগুলো চলাচল করবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করার জন্য সবাইকে সচেতন করা হচ্ছে।’
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ‘শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন আছে। এগুলোর মধ্যে রয়েছে পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রো বাস।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা