অনলাইন ডেস্ক
বিআইডব্লিউটিসি মাওয়া সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য)মোঃ ফয়সাল জানান, শিমুলিয়া ১, ২ ও ৪ নাম্বার(ভিআইপি ঘাট)দিয়ে তিনটি রো রো সহ ১০টি ফেরি চলাচল করছে। ঘাটে পাড়াপাড়ের অপেক্ষায় আছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। তিন নং ঘাট এলাকায় ভেঙ্গে যাওয়া অংশে জিও ব্যাগ ফালানোর কার্যক্রম চালাচ্ছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এর আগে(২৮ জুলাই) মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ তিন নং ঘাট এলাকায় ভাঙ্গন শুরু হয় চলে রাত পর্যন্ত। পদ্মার পনির তীব্রস্রোতে পানির নিচে ঘুর্ণয়ন সৃষ্টি হলে রাত র্পযন্ত চলা পর্যায়ক্রমে ভাঙ্গনে শিমুলিয়া তিন নং ঘাট ও ঘাট এলাকার বিআইডব্লিউটিএ’র নবনির্মিত দুটি দোকান ও অফিস, টিনের ঘরের মসজিত, পাবলিক টয়লেট সহ প্রায় বড় একটি অংশ নদী গর্ভে চলে যায়। বন্ধ হয়ে পড়ে রো রো ফেরি চলাচল। ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা