মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। আগামী ১০ দিন সরকারী ছুটি ঘোষণায় ঘরে না থেকে রাজধানী ছড়ার ফলে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের শিমুলিয়া ঘাট দিয়ে পাড়াপাড়ে এ বাড়তি চাপ দেখা দিয়েছে। ফেরিগুলি যাত্রীতে কানায় কানায় ভড়া। ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনে এক ধরণের জটলা সৃষ্টি হয়েছে। এ রুটে লঞ্চ ও স্পীড বন্ধ থাকার কারণে বাড়তি চাপ পড়েছে ফেরি ঘাটে। প্রতিটি ফেরি এখন গাড়ির তুলনায় লোক পাড়াপাড় করছে বেশী। তবে যেকোন সময় এ রুটের সবধরনের ফেরি চলাচল বন্ধ হতে পাড়ে বলে জানিয়েছে বিআইডবিøউটিসি কর্তৃপক্ষ। শিমুলিয়া ঘাটে এখনও পাড়াপাড় অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক গাড়ি।
বিআইডবিøউটিসি মাওয়া সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য)মোঃ ফয়সাল জানান, আজকেও শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। যাত্রীদের প্রচুর চাপ থাকায় গাড়ির তুলনায় ফেরি দিয়ে যাত্রী পাড়াপাড় করছি। ফড়ি দিয়ে প্রায় ৫-৬ হাজার যাত্রী পাড়াপাড় হচ্ছে। লঞ্চ ও স্পীড বোট বন্ধ থাকায় এ বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
বিআইডবিøউটিসি মাওয়া সহকারী মহা-ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া ঘাটে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। এখনও পর্যন্ত ঘাট বন্ধ রাখার নির্দেশনা নেই। তবে যেকোন সময় এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে।
বিআইডাব্লিটিএর পোর্ট অফিসার শাহ-আলম জানান, আমাদের ডাইরেক্টরের নির্দেশ গতকাল মঙ্গলবার বেলা ১২ টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। তার পরে কোন লঞ্চ চলাচল করেনি এ রুটে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল রয়েছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা