অনলাইন ডেস্ক
হানু রাঘবপুদি পরিচালিত সীমা রামাম গত ৫ আগস্ট তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় মুক্তি পায়। ১৯৬৪ সালের প্রেক্ষাপটে ঐতিহাসিক মিউজিক্যাল রোম্যান্টিক গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। ছবি দক্ষিণে ব্যাপক সাফল্য পেয়েছে। সম্প্রতি হিন্দি ভার্সন মুক্তি পেয়েছে। ভারতের উত্তরেও সিনেমা ব্যাপক সাফল্য অর্জন করছে। আর এতেই শাহরুখের সঙ্গে তুলনা করছে ভক্তরা।
এ প্রসঙ্গে দুলকার সালমান বলেন, প্রথমত আমি শাহরুখ খানের পর্দায় এবং পর্দার বাইরে ব্যাপক ভক্ত। তিনি আমাদের সবার আর্দশ। তিনি কিভাবে মানুষের সঙ্গে মিশেন এবং নারীদের সম্মান করেন; এসব আমি আশ্চর্য হয়ে দেখি। এমনকি শাহরুখ খান যদি একটি মানুষ ভর্তি রুমে থাকেন কিন্তু মূল আর্কষণ তিনি। তিনি যদি আপনার সঙ্গে কথা বলেন, তাহলে আপনার সঙ্গেই বলবেন। তখন আপনি মনে করবেন আপনি একা এই রুমে। আমরা জানি, তিনি বিশেষ একজন। আমি তার ছবি দেখে বড় হয়েছি। তার দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে আমার বোনের সঙ্গে বহুবার দেখেছি। এটা আমার অন্যতম প্রিয় সিনেমা। তিনি সব সময় আমার প্রিয় এবং অনুপ্রেরণাদায়ক। যখন আমি আমার ক্যারিয়ার নিয়ে দ্বিধাগ্রস্ত হই, আমি চিন্তা করি তার কথা। তিনি শুধু অভিনেতা নন, একজন মহান ব্যক্তিত্ব। তার মধ্যে মোহনীয় ভাব আছে। আমি নিশ্চিত মানুষের সঙ্গে কিভাবে মিশব এটা তার কাছ থেকে পেয়েছি। তিনি একজনই তিনি শাহরুখ খান।
এদিকে আর বাল্মিকির পরিচালনায় থ্রিলার ঘরনার হিন্দি ছবি ‘চুপ’ ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। দুলকার সালমান এতে সানি দেওয়াল ও পুজা ভাটের সঙ্গে অভিনয় করেছেন। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে দুলকার সালমান বলিউডে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের কাজে মুগ্ধ। তাদের সঙ্গে পর্দায় কাজও করতে চান।
দুলকার সালমান বলেন, আমি স্যার শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চাই। এছাড়া আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের কাজ অনেক ভালো লাগে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা