অনলাইন ডেস্ক
একটি সংঘবদ্ধ স্বৰ্ণ চোরাকারবারি চক্র স্বৰ্ণ পাচার করতে পারে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই এর একটি টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করেন ৷
স্বৰ্ণ চোরাকারবারি সদস্যরা স্বৰ্ণ হস্তান্তরের সময় ওৎপেতে থাকা এনএসআই টিম সন্ধ্যা সাড়ে ছয়টার দিলে ০১ কেজি ৩২৮ গ্রাম স্বৰ্ণ (০৮ পিস গোল্ডবার ও ৪০০ গ্রাম স্বর্ণালংকার) সহ তিনজন স্বর্ণ চোরাকারবারিকে হাতেনাতে আটক করে।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা। এসয় আটকদের নিকট হতে ৫ টি ব্র্যান্ডনিউ আইফোন ও ৩ টি ব্র্যান্ডনিউ আইপড-ও উদ্ধার করা হয়।
এসব মালামাল মূলত ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। আটক ৩ জন স্বৰ্ণ চোরাকারবারিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে ৷
আরোও পড়তে পারেন : কক্সবাজারে ১ হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস