অনলাইন ডেস্ক
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপান করায় মিনিস্টার ঢাকার আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সতর্ক করার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে মুঠোফোনে নিজাম উদ্দিন বলেন, ‘মোহাম্মদ শাহজাদের মতো একজন ক্রিকেটারের কাছে এমন কিছু আমরা প্রত্যাশা করিনি। ক্রিকেট মাঠে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এ সব না ঘটে।’
আজ সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও পণ্ড হওয়ার শঙ্কা। কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে ঢাকা ও কুমিল্লার খেলোয়াড়রা মাঠ দেখতে নেমেছিলেন মিরপুরের সবুজ ঘাসে।
সেখানে রি-ইউনিয়ন হয়ে যায় তিন আফগানিস্তান ক্রিকেটারের। কুমিল্লার হয়ে খেলতে এসেছেন করিম জানাত। ঢাকায় খেলছেন মোহাম্মদ শাহজাদ ও ফজল হক ফারুকি। দুই দলের ড্রেসিংরুমের মাঝখানে আফগান ত্রয়ীকে দেখা যায় আড্ডায় মশগুল হতে। কিন্তু মোহাম্মদ শাহজাদ সেখানে এক বিতর্কের জন্ম দেন।
জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট বের করে মাঠে প্রকাশ্যে ধূমপান করেন তিনি। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।
এমন ঘটনা মিডিয়া ম্যানেজারের নজরে আসলে তিনি এগিয়ে যান শাহজাদকে থামাতে। কিন্তু তাকে থামানো যায়নি। পরবর্তীতে ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও সিনিয়র ক্রিকেটার তামিম মাঠে ধূমপান করতে নিষেধ করেন। এরপর ড্রেসিংরুমে ঢুকে যান শাহজাদ।জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট বের করে মাঠে প্রকাশ্যে ধূমপান করেন তিনি। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।
এমন ঘটনা মিডিয়া ম্যানেজারের নজরে আসলে তিনি এগিয়ে যান শাহজাদকে থামাতে। কিন্তু তাকে থামানো যায়নি। পরবর্তীতে ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও সিনিয়র ক্রিকেটার তামিম মাঠে ধূমপান করতে নিষেধ করেন। এরপর ড্রেসিংরুমে ঢুকে যান শাহজাদ।