অনলাইন ডেস্ক
এমন অবস্থায় ইয়েমেনে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শান্তির জন্য মরছে হুথিরা। এমনকি হুথিদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলার ফলাফল “অবিশ্বাস্য” বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়ে যায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি দেশটির হুথি গোষ্ঠীর ওপর হামলার বিষয়টি সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তাদের একটি গ্রুপে এক সাংবাদিককে যুক্ত করেন। আর সেখান থেকেই এটি ফাঁস হয়।
মূলত গত কয়েক দিন ধরেই ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সেখানে যে হামলা চালানো হবে, তা আগেই জেনে গিয়েছিলেন এক সাংবাদিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি ভুলের কারণেই ওই কথা আগেই জেনে যান ওই সাংবাদিক। আর এটি নিয়েই দেশটিতে সৃষ্টি হয়েছে তোলপাড়।
আল জাজিরা বলছে, মেসেজিং গ্রুপ চ্যাটে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ইয়েমেনে বোমা হামলার সামরিক পরিকল্পনা প্রকাশের বিষয়ে স্থানীয় সময় বুধবার বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে কথা বলার সময় ট্রাম্প যুদ্ধ পরিকল্পনা ফাঁসের বিষয়ে হৈচৈকে “ডাইনি-খোঁজার” মতো কাজ বলে বর্ণনা করেন এবং বলেন, “আমি এর (গ্রুপ চ্যাট) সাথে জড়িত ছিলাম না। আমি সেখানে ছিলাম না।”
কিন্তু তিনি বলেন, গত সপ্তাহে শুরু হওয়া ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ফলাফল “অবিশ্বাস্য”। ট্রাম্প বলেন, “হুথিরা শান্তি চায় কারণ তাদের কাছ থেকে নরক ছিটকে যাচ্ছে। হুথিরা শান্তির জন্য মারা যাচ্ছে।”
গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে শুরু হওয়া মার্কিন আক্রমণে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচ শিশু এবং দুই নারীও রয়েছেন। হুথিরা বলেছে, মার্কিন হামলা তাদের লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল বন্ধ করতে বাধা দিতে পারবে না।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা