অনলাইন ডেস্ক
লাঞ্চের পর পঞ্চম ওভারে দলীয় ১২৪ রানে উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিলে ৬৭ রানে ফিরে যান শান্ত। এরপর উইকেটে আসেন ইয়াসির। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দুই ওভার পরই শিকার হন অক্ষর পাটেলের। ভারতীয় এই অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ইয়াসির। দারুণ শুরুর পর মাত্র ৭ রানের ব্যবধানে দুই উইকেট খুইয়ে দিশেহারা বাংলাদেশ।
ইতোমধ্যেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী খেলেছেন শান্ত-জাকির। আগের সেরা জুটি ছিল এই চট্টগ্রামেই। ২০১০ সালে দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ৫৩ রান। দুই বাঁহাতি ওপেনার শান্ত ও জাকির সেই রেকর্ড ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। কিন্তু তারা থেমে যায় ১২৮ রানের জুটিতে।
৫১৩ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে। ম্যাচ জিততে হলে ভাঙতে হবে অনেক রেকর্ডও। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৩ রান করেছে বাংলাদেশ। সেটিকেও এবার ছাড়িয়ে যেতে হবে টাইগারদের।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা