সাবেক মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অন্যথায় শাজাহান খানের বিরুদ্ধে মামলা করারও হুশিয়ারি দিয়েছেন তিনি।
ব্যক্তিগতভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এই হুশিয়ারি দেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, নিসচার পক্ষ থেকে ইতিপূর্বে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল, না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল।
শাজাহান খান ওই সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি (শাজাহান খান) তথ্যপ্রমাণ হাজির করেননি, এমনকি ক্ষমাও চাননি।
ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে শাহজাহান খানরা বরাবরই রাজনীতি করে আসছেন। আমি যখন নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে মানুষকে সচেতন করতে কাজ শুরু করেছি তখন তিনি আমার এবং আমার পরিবারকে নিয়েও বিষদাগার করছেন। ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে আমাকে ও নিরাপদ সড়ক চাইসহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট কিছু প্রসঙ্গে টেনে চরিত্র হননের অপচেষ্টা চালিয়েছেন সাবেক নৌমন্ত্রী। তার (শাজাহান খান) এমন মিথ্যাচার শুধুমাত্র নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলেছেন। জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি এসব মানহানিকর কথা বলেছেন। সেই সঙ্গে সড়ক পরিবহন আইন ২০১৮-কে বাধাগ্রস্ত করতেই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে অবান্তর প্রশ্নের অবতারণা করেছেন।
ইলিয়াস কাঞ্চন আরো বলেন , প্রধানমন্ত্রী যেখানে সড়ক আইন ২০১৮ বাস্তবায়নে আন্তরিক- সেখানে শাজাহান খানরা এই আইনটি নিয়ে শ্রমিকদের ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন।
প্রসঙ্গত, নতুন সড়ক আইন বাস্তবায়নের নেতৃত্বদানকারী নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘জ্ঞানপাপী’ আখ্যা দেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান। ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশে করে শাজাহান খান বলেন, ‘আপনি (ইলিয়াস কাঞ্চন) যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন, আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়টি স্কুল করেছেন, কজন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করছি।’
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা