প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় শর্ত সাপেক্ষে ফরিদপুর সিটি করপোরেশন (এফসিসি), সাতটি নতুন পুলিশ থানা এবং একটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হলেই এটি সিটি করপোরেশনে উন্নীত হবে।
কোনো শহর বিভাগীয় মর্যাদায় উন্নীত হওয়ার আগে সেটিকে সিটি করপোরেশন করবে না সরকার। যদিও বর্তমানে বিভাগ ছাড়া বেশ কয়েকটি সিটি করপোরেশন আছে। কিন্তু এখন থেকে বিভাগ হওয়ার পর সিটি করপোরেশনে অনুমোদন দেওয়ার নীতি গ্রহণ করল সরকার। এ কারণে ফরিদপুরকে সিটি করপোরেশনে উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও শহরটিকে জেলা থেকে বিভাগ করার আগ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে না।
সোমবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮তম মন্ত্রিসভা এবং ১১৬তম প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক হয়েছে। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সাংবাকিদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, নিকার সভায় ১৫টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। যার মধ্যে রয়েছে- শর্ত সাপেক্ষে ফরিদপুর সিটি করপোরেশন (এফসিসি) ঘোষণার অনুমোদন, সাতটি নতুন পুলিশ থানা এবং একটি নতুন পৌরসভা গঠন।
কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর বিভাগ না হয়েই এই দুটিকে সিটি করপোরেশন ঘোষণা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এগুলো অতীতে হয়েছে। তবে, ভবিষ্যতে আর হবে না।”
তিনি বলেন, “বিভাগীয় সদর দপ্তর হবে সিটি করপোরেশন। যেহেতু ফরিদপুর এখনও বিভাগীয় শহর হয়নি সেহেতু যখন এটি বিভাগীয় শহর হবে তখন সিটি করপোরেশন হবে।”
যেসব পুলিশ থানা নিকার সভায় অনুমোদন পেয়েছে যেগুলো হচ্ছে- পদ্মা সেতুর দুইপাড়ে দুইটি থানা, উত্তর এবং দক্ষিণ থানার অনুমোদন দেওয়া হয়েছে (যেমনটি বঙ্গবন্ধু সেতুতে রয়েছে)। চুয়াডাঙ্গার দর্শনা, ঠাকুরগাঁর সদরের ভুল্লিতে একটি নতুন থানা, নোয়াখালীর ভাসানচরে, চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে কর্ণফুলীর দক্ষিণ প্রান্তে একটি থানা এবং কক্সবাজারের ঈদগাঁওয়ে নতুন থানার প্রস্তাব করা হয়েছে। আর সিলেট জেলার বিশ্বনাথে পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
শফিউল আলম বলেন, বৈঠকে গোপালগঞ্জ পৌরসভা, বাগেরহাট জেলার মোংলা বন্দর পৌরসভা এবং গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এবং কাজির হাট থানার প্রশাসনিক এলাকা পুনর্নির্ধারণের অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, বৈঠকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার সীমানা সংকোচন করা হয়েছে।
আলম বলেন, এটির কিছু সীমানা বেজা’র মধ্যে পড়ে যায়। নিয়ম হচ্ছে পৌরসভাতে বেজা হতে পারবে না। তাই এটাকে পৌরসভা থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এছাড়া, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কিছু অংশ সিটি করপোরেশনের মধ্যে পড়ে যাওয়ায় এটি সিটি করপোরেশন থেকে আলাদা করে দেওয়া হয়েছে। বাসস।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা