অনলাইন ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন -শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মধ্য কোদালপুর গ্রামের মো. মোর্শেদ উকিল (৫৬), দাইমী চরভয়রা গ্রামের মো. জাকির হোসেন মুতাইত (৩৩) ও ডামুড্যা উপজেলার চর ঘরোয়া গ্রামের আবদুল হক মুতাইত (৪২)।
এই মামলায় বাকি ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ২০ জানুয়ারি রাতে ডামুড্যা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামের খোকন উকিলের স্ত্রী হাওয়া বেগম (৪০) পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে নিখোঁজ হন।
পরদিন সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতপাতালে পাঠায়। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ডামুড্যা থানা পুলিশ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তদন্তে জানা যায়, মোর্শেদ, আবদুল হক ও জাকির দল বেঁধে হাওয়া বেগমকে ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
২০১৯ সালের ৭ অক্টোবর ৯ জনসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ ২২ মাস ৪ দিন পরে এ রায় দেয় আদালত।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা