অনলাইন ডেস্ক
শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ নম্বর ফ্লাইটযোগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল দুপুরে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন।
এর আগে গত রোববার (৩ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এশিয়ার দেশটির উদ্দেশে রওনা হন সেতুমন্ত্রী।
২০১৯ সালের মার্চে অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে।
পরে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হন কাদের। তখন থেকে সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা