অনলাইন ডেস্ক
ইংল্যান্ড বনাম ভারত সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনেও ভিরাট কোহলির ব্যাট হাসেনি। তার রানখরা দীর্ঘায়িত করার পেছনে মূল ভূমিকা অবশ্যই ইংলিশ পেস ইউনিটের নেতা ৩৯ বছর বয়সী চিরতরুণ জেমস অ্যান্ডারসনের। অফ স্ট্যাম্প করিডোরে অনবরত বল করে কোহলির ফুটওয়ার্কের পরীক্ষা নিয়েছেন তিনি চলমান সিরিজজুড়েই।
আর আজ (২৫ আগস্ট) সিরিজে দ্বিতীয়বারের মতো অ্যান্ডারসনের শিকার হলেন কোহলি। অ্যান্ডারসনের আউটসুইঙ্গারে পা ও ব্যাটের মাঝে বেশ কিছু জায়গা ফাঁকা রেখে অফ ড্রাইভ করেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু কেবল পরাস্তই হলেন না কোহলি; তার ব্যাট ছুঁয়ে বাটলারের হাতে বল জমা পড়লে অ্যান্ডারসন বসে যান অজি অফস্পিনার নাথান লায়নের পাশে। এ দু’জনই কোহলিকে আউট করেছেন সাতবার করে।
২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন টেস্টে ২৭ এবং ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরির মালিক ভিরাট কোহলি। তারপর খেলে ফেলেছেন ৫০টি ইনিংস। কিন্তু সেঞ্চুরির দেখা না পেতে পেতে করে নিজের মানের সাথে অসামঞ্জস্যপূর্ণ একটি রেকর্ডও হয়ে গেল তার। এর আগে টানা সেঞ্চুরি বঞ্চিত ছিলেন ৪৯ ইনিংসে। এবার সেটাকেও টপকে গেলেন তিনি।
ভারতের মিডল অর্ডারে বেশ কিছুদিন ধরেই নড়বড়ে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। এর সাথে কোহলির দুর্দশা যোগ হয়ে চাপ পড়ছে ভারতের টপ ও লেট মিডল অর্ডারে। অধিনায়কত্ব বাড়তি চাপের কারণ হয়ে যাচ্ছে কিনা কোহলির জন্য, এমন কানাঘুষার পালেও তাই লাগছে বাড়তি হাওয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা