হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা গতকালের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই জিএম কাদের। তিনি এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জিএম কাদের বলেন, ‘ডায়ালাইসিসের সময় শরীরের বিভিন্ন জায়গায় ফুটো করতে হয়। চিকিৎসকদের সতর্ক থাকতে হচ্ছে, একবার রক্তক্ষরণ শুরু হলে আর থামানো যাবে না। তার শরীরে পানি ছিল, যে কারণে শরীর ফুলে গিয়েছিল। চিকিৎসকরা পানিবের করে দেওয়ার পরে শরীরের ফোলা কিছুটা কমেছে। সম্প্রতি করা মেডিকেল টেস্ট রিপোর্টগুলো সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানকার ডাক্তাররা রিপোর্ট পর্যালোচনা করে বলেছেন, সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থায় তিনি নেই।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘গত এক সপ্তাহে ২৮ ব্যাগ এবং গত আট ঘণ্টায় আট ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এরশাদকে। এখন যেভাবে উন্নতি হচ্ছে, আমরা আশা করছি মেশিনের সাহায্য ছাড়াই তার অর্গানগুলো স্বাভাবিকভাবে কাজ করবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী প্রমুখ।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে রাজধানী শ্যামপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্মামী গ্রিধারী বিগ্রহ আখড়ায়। ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে আয়োজিত এই প্রার্থনায় হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দের সঞ্চালনায় গীতা পাঠ করে প্রার্থনা পরিচালনা করেন রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত সাধন বৈষ্ণব।
NB:This post is copied from dhakatimes24.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা