অনলাইন ডেস্ক
বুধবার বিশেষ দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরবারে র্যাবের প্রায় ১২শ কর্মকর্তা ও সদস্য অংশ নেন, বাকিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে র্যাবকে আধুনিক বাহিনীতে রুপান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রাজনীতির নামে একটি কিছু দল সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় না থাকলে তাদের অপরাধ অন্যদের উপর চাপিয়ে দিতো।প্রধানমন্ত্রী বলেন, যে বাহিনী দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে তাদের কর্মকর্তাদের উপর স্যাংশন গ্রহণযোগ্য নয়।
নিত্যপণ্যের দাম বাড়াতে যেসব অসাধু ব্যবসায়ী কারসাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ দেন সরকারপ্রধান।
মনুষ্য বা প্রকৃতি সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিতে র্যাবকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা