অনলাইন ডেস্ক
ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক রোমানো একাধিক টুইটে বিষয়টি নিয়ে সার্বিকভাবে ফুটবল ভক্তদের জানিয়েছেন।
‘বায়ার্ন সবেমাত্র বার্সাকে জানিয়েছে যে তারা চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করেছে। অবশেষে সব পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। শুক্রবার বাভারিয়ানদের ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছেন লেভান্ডোভস্কি। তিনি সপ্তাহের শেষেই বার্সেলোনায় যাবেন।’
রবার্ট লেভান্ডোভস্কি সপ্তাহের শেষে বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করবেন। ২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোয় বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভান্ডোভস্কি। ঠিক সেই অর্থেই, অর্থাৎ ৫০ মিলিয়ন ইউরোয় পোলিশ তারকাকে ছাড়তে প্রস্তুত বাভারিয়ানরা।
চেলসি ও পিএসজির আগ্রহ সত্ত্বেও তাদের সঙ্গে আলোচনা করতে চাননি লেভান্ডোভস্কি। রাফিনহার মতো শুধুমাত্র বার্সেলোনার সঙ্গেই চেয়েছেন। বার্সায় যাওয়ার জন্য পোলিশ তারকা এখন বায়ার্নের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন।
রবার্ট লেভান্ডোস্কির বায়ার্ন ছেড়ে যাওয়ার ইচ্ছার বিষয়টি ফেব্রুয়ারি মাসেই স্পষ্ট হয়েছিল। তিনি নতুন চুক্তির বিষয়ে উপযুক্ত প্রস্তাবিত মূল্য না পেয়ে হতাশ ছিলেন। ফেব্রুয়ারির শেষ দিকে বার্সেলোনা এজেন্ট জাহাভির সঙ্গে যোগাযোগ করে। রবার্ট (লেভান্ডোভস্কি) বলেছিল, শুধু বার্সাতেই যাবো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা